শীর্ষ ৯ ভিডিও এডিটিং অ্যাপসের তালিকা (অ্যান্ড্রয়েড)


বর্তমান যুগে স্মার্টফোনকে ঘিরেই আমাদের জীবনের অনেকটা সময় ব্যহত হয় ৷ যে কোন সম্ভাব্য কাজের ক্ষেত্রে প্রথমত আমরা স্মার্টফোনের সাহায্যই নিয়ে থাকি ৷ আর আজকাল ভিডিও এডিটিং মত কাজের ক্ষেত্রেও তাই হাতের স্মার্টফোনকেই বেছে নিচ্ছে সবাই ৷ তবে এ কাজে কোন অ্যাপসগুলো সবথেকে বেশি সাহায্য করতে পারবে এর ব্যাপারে অনেকেই দ্বিধায় ভুগি ৷ আর তাই আমাদের আজ আমরা দেখব কোন অ্যাপ গুলো হচ্ছে সেরা ৯ ভিডিও এডিটিং অ্যাপস – ৯•WeVideo উইভিডিও ভিডিও এডিটিং অ্যাপসটিকে একের ভিতর সব বলা চলে এটির মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ভিডিওতে থিমস,ফ্লিটার,ইফেক্ট,ইমুজি,মিউজিক মত অনেক কিছু যুক্ত করতে পারবেন ৷ অ্যাপসটিতে ৩০ এরও অধিক থিমস এবং ইফেক্ট রয়েছে ৷ ৮•AndroVid অ্যান্ড্রোভিড – ভিডিও এডিটর অন্যতম সেরা এক ভিডিও এডিটিং এ্যাপস৷ যা আপনাকে ভিডিও এডিটিং সুবিধা প্রধান করবে ৷ অ্যান্ড্রোভিড একাধিক ফাংশনের অধিকারি ও কুশলী ভিডিও এডিটিং অ্যাপস ৷ এটি আপনার ভিডিও এডিটিং কাজটি আরও সহজ করে তোলে ৷ ৭•Andromedia অ্যান্ড্রোমিডিয়া ভিডিও এডিটর অ্যান্ড্রয়েড প্লাটফর্মের অন্যতম সেরা একটি অ্যাপস ৷ অ্যান্ড্রোমিডিয়া একটি অনন্য ভিডিও এডিটিং অ্যাপস যা আপনাকে মূহূর্তেই প্রফেশনালদের মত ভিডিও তৈরি করতে সাহায্য করবে ৷ মুভি বানানোর মত কাজ কখনই সহজ ছিল না এই অ্যাপসটির ব্যবহারের পূর্বে ৷ সেহুতু একবার ব্যবহার করেই দেখতে পারেন অ্যাপটি ৷ ৬•VidTrim Pro ভিডট্রিম প্রো ভিডিও এডিটর ও সংগঠক অ্যান্ড্রয়েডের ৷ এটি একাধিক ফিচার ভিত্তিক এডিটিং অ্যাপস৷ এর সুবিধা সমূহ ভিতর রয়েছে – ছাটাই করা,যুক্ত করা,ফ্রেম দখল করা,ভিডিও ইফেক্ট, এক্সট্রাক্ট অডিও এবং ট্রান্সকোডিং ৷ অ্যাপটির সাথে আপনি সরাসরি আপনার এডিট করা ভিডিও শেয়ার করতে পারবেন ৷ ৫•KineMaster কিনে মাস্টার একমাত্র ফুল ফিচারেড প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যাপস অ্যান্ড্রয়েড জন্য ৷ মাল্টি লেয়ার ভিডিও,ইমেজ এবং টেক্সট মত সুবিধা রয়েছে অ্যাপসটিতে ৷ এছাড়া এতে মাল্টিট্রাক অডিও ,কালার লুট ফিল্টার,3D তে রুপান্তর করার মত আরো অনেক সুবিধা রয়েছে ৷ ৪•FilmoraGo ফ্লিমোরাগো একটি প্রশংসনীয় শক্তিশালী ভিডিও এডিটর অ্যাপস ৷ফ্লিমোরাগো তে কোন প্রকার জলছাপের চিহ্ন ও সময় সীমা নেই ৷ এর সাহায্য আপনি ইফেক্ট ও মিউজিক ব্যবহার করে ভিডিও বানাতে সক্ষম হবেন ৷ ফ্লিমোরাগো আপনাকে মজার ভিডিও বানাতে সাহায্য করবে যা আপনার স্মৃতিগুলোকে সতেজ করে রাখবে ৷ ৩•VideoShow ভিডিও শো অনেক শক্তিশালী মুভি মেকার ও স্লাইডশো অ্যান্ড্রয়েড জন্য ৷ আপনি যদি বারবার ফেইসবুক, ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করার কাজটি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটি একটি কুশলী যন্ত্রের ভূমিকা পালন করবে ৷ এটিতে ৩০টিরও বেশি আলাদা ফিল্টার রয়েছে ২•VivaVideo ভাইভা ভিডিও অন্যতম সেরা ভিডিও এডিটর,ফটো স্লাইড শো মেকার এবং মুভি এডিটিং অ্যাপস অ্যান্ড্রয়ডের জন্য ৷ ভাইভাভিডিও দিয়ে আপনি সহজেই ভিডিও এডিটিং কাজটি করতে পারবেন ৷প্রতিদিনের মূহূর্ত গুলো গল্পের মত সাজাতে অ্যাপসটির তুলনা নেই ৷ ১•Magisto Video Editor & Maker ম্যাগিসটো ভিডিও এডিটর এন্ড ম্যাকার স্বয়ংক্রিয়ভাবে আপনার ফটো ও ভিডিও গুলোকে মোহনী মিউজিক ভিডিওতে পরিনত করবে ৷ ম্যাগিসটো ভিডিও ম্যাকারের পুরো বিশ্বে ৭০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে ৷ ভিডিও এডিটিং করার ভিতর আনন্দ খুজে পেতে এই অ্যাপের বিকল্প নেই ৷

1 comment:

Powered by Blogger.