এই ২০টি স্মার্ট ফোনের রেডিয়েশন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আপনাকে
সম্প্রতি ইজরায়েলের ওয়েইজমান ইনস্টিটিউট অফ সায়েন্স একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর তাতেই উঠে এসেছে ভয়ানক এই তথ্য।
দীর্ঘদিন ধরেই মোবাইলের অতি তেজষ্ক্রিয়তা নিয়ে গবেষণা করছে ওয়েইজমান ইনস্টিটিউট। সম্প্রতি তাদের একটি গবেষণার রিপোর্ট প্রকাশ পেয়েছে বায়োমেকানিক্যাল জার্নালে। এই রিপোর্টেই উল্লেখ রয়েছে এমন কিছু মোবাইল ফোনের নাম, যা ১৫ মিনিটের বেশি কানের পাশে থাকলেই মস্তিষ্কের সেলগুলি ক্যানসার আক্রান্ত হয়।
মোট ২০টি সেলফোনের নাম করা হয়েছে ওই গবেষণাপত্রে। বলা হয়েছে, মোবাইল ফোন কেনার সময় সবসময় খেয়াল রাখতে হবে ‘স্পেসিফিক অ্যাবজর্পশন রেট’ বা ‘এসএআর’-এর মাত্রা দেখা উচিত। ‘এসএআর’-এর মাত্রা ১.৬-এর বেশি হলে সেই মোবাইল ব্যবহার না করাই ভালো বলে গবেষণায় জানানো হয়েছে।
মাত্রাতিরিক্ত রেডিয়েশন আছে এমন ২০টি মোবাইল ফোনের তালিকাও প্রকাশ করা হয়েছে।
ফোনের তালিকা ও ফোন গুলোর ক্ষতিকর দিক নিয়ে
এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে । । ।
No comments: